জয়পুরহাটে কমল পানীর সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে সম্পর্কে চাচাতো ভাই। ধর্ষণের পর রবিবার রাতে তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনার সাথে জড়িত সুইট হোসেনকে গ্রেফতার করেছে। তার বাড়ি পাঁচবিবির পূর্ব রামচন্দ্রপুর গ্রামে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, পূর্ব রামচন্দ্র পুর গ্রামের বখাটে যুবক সুইট রবিবার বেড়ানোর নাম করে স্কুল থেকে ওই ছাত্রীকে ফুসলিয়ে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া মহল্লার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে পানির সাথে চেতনা নাশক ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করে। জ্ঞান ফেরার পর রক্তক্ষরণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুরের হিলিগামী বাসে তুলে দিয়ে সুইট কেটে পড়ে। পরে হিলি বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগীতায় রবিবার গভীর রাতে পুলিশ তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত সুইট। এ ব্যাপারে পাঁচবিবি থানায় একটি ধর্ষণের মামলা হয়েছে।