বরিশালের উজিরপুরের বড়াকোঠার এইচএসসি পরীক্ষার্থী সহ তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নিবার সকালে বড়াকোঠা যুব উন্নয়ন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে বড়াকোঠা ডিগ্রী কলেজের সামনের সড়কের দুইপাশে ঘন্টাব্যাপী মানববন্ধনে কয়েক শ’ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন রবিউল ইসলাম, তাইজুল ইসলাম, ইয়াছিন ডাকুয়া, রাফি ডাকুয়া ও পলাশ আহমেদ রানা প্রমুখ।
গত ২৬ এপ্রিল রাতে জমি দখলে বাঁধা দেয়ায় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় অন্তত ১২ জন আহত হয়। এতে গুরুতর আহত বকুল বেগম ঢাকা মেডিকেলে এবং আবুল বেপারী, অন্তসত্তা রোজিনা বেগম, হারুন বেপারী, এইচএসসি পরীক্ষার্থী রাসেল, শিশু জান্নাতি, রোকেয়া, রুহিত বেপারী ও মিজানুর শেরে-ই বাংলা মেডিকেলে এবং কহিনুর বেগম নামে একজন উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫