পাবনার সুজানগরে হাফিজুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিরার সকালে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাফিজুর রহমান ওই উপজেলার তাতিবন্দ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মাজেদ খন্দকারের ছেলে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবাইদুল হক জানান, স্থানীয়রা চন্ডিপুর মাঠের মধ্যে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে। তবে কারা কেন তাকে হত্যা করেছে তা জানা যায়নি। বিস্তারিত খোঁজ খবর নিয়ে পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হতে হবে।
লাশ ময়না তদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম