সিলেটের বিশ্বনাথে নৈশপ্রহরী থাকা অবস্থায় থানার অদূরে এক সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি মশিউর রহমানের বিশ্বনাথ নতুনবাজারস্থ জননী কম্পিউটার ও ডিপার্টমেন্টাল স্টোর-এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
মশিউর রহমান জানান, ‘প্রতিদিনের ন্যায় রবিবার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে এসে তালা ও লক ভাঙা দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখেন মালামাল তছনছ করা ও মূল্য সামগ্রী নেই। রাতের কোন এক সময়ে চোরেরা প্রবেশ করে ১টি কম্পিউটার পিসি, ফ্লেক্সিলোড সিমসহ ৩টি মোবাইল ফোন, রিচার্জ কার্ড ও নগদ আট হাজার টাকাসহ আনুমানিক ৬০ হাজার ৫শ' টাকার মালামাল নিয়ে যায়।’
এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ মনিরুল ইসলাম পিপিএম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৭/মাহবুব