শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতি উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত এ সস্মেলন অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরর্দী উপজেলায় সর্ব সম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম তালুকদারকে সভাপতি ও মো. বনিজ উদ্দিন বনিজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
অপরদিকে শুক্রবার বিকাল থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত ঝিনাইগাতি উপজেলা কৃষকলীগের সস্মেলন অনুষ্ঠিত হয়েছে। সস্মেলনে সর্বসস্মতিক্রমে সাহাবদ্দিন সাজু সভাপতি ও জয়নাল আবেদিনকে সাধারন সম্পাদক নির্বাচিত হয়। উভয় সস্মেলনেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল কাদের।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৭/মাহবুব