বর্ণাঢ্য র্যালি, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০টায় বিভিন্ন শ্রমিক সংগঠন কালো ও লাল ব্যাজ ধারণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একত্রিত হয়। পরে সেখান থেকে সম্মিলিত শ্রমিক সমাজের আয়োজনে বিশাল এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ আরো অনেকে।
এছাড়া জাতীয় গণমাধ্যম সপ্তাহ ও মে দিবস পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। দিবসটি উপলক্ষ্যে ১০টায় জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিব, এডিসি বুলবুল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, নলছিটি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন, বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসেন, দৈনিক অজানাবার্তা সম্পাদক এসএমএ রহমান কাজল, সূর্যালোক সম্পাদক হেমায়েত উদ্দীন হিমু, বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম, জেলা সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ এইচ এম গিয়াস উদ্দীন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক রুহুল আমীন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাক রাজু খান, খাইরুল ইসলাম, উপ-প্রচার ইমাম হোসেন বিমান, সৈয়দ রুবেল, এইচ এম দেলোয়ার, নাজমুস সায়াদাত, সোহেল রানা সুতীর্থ বড়াল ও মো. কামাল হোসেন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি সদর থানার সেকেন্ড অফিসার আ. হালিম তালুকদার, ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’র পরিচালক মো. সোহেল রানা, ঝালকাঠি হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
বক্তারা সারা দেশে পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রনয়ন, সাংবাদিক নিয়োগ নিতিমালা ও সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী দাবি দাওয়া মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/০১ মে, ২০১৭/মাহবুব