ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে গতকাল রবিবার আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষের ঘটনার পর বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে জিয়া সেক নামের একজন নিহত হওয়ার ঘটনায় রাতেই তার বাবা সাহাজুদ্দিন সেক বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। উত্তেজনা থাকায় আটঘর ইউনিয়নের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এর আগে, রবিবার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহাগ খানের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমর্থকেরা। এ ঘটনায় জিয়া সেক নামের একজন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন। ভাঙচুর করা হয় বাড়ি-ঘরসহ অর্ধশতাধিক দোকান পাট। সংঘর্ষ থামাতে পুলিশ ৪০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
বিডি-প্রতিদিন/০১ মে, ২০১৭/মাহবুব