তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ সমছেদ আলী (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আটক মোঃ সমছেদ আলী দিনাজপুরের খানসামা উপজেলার সহজপুর গ্রামের মৃত সৈয়দ এসলাম আলীর ছেলে।
সোমবার দুপুর আড়াইটার দিকে খানসামা উপজেলার সহজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খানসামা থানার ওসি মোঃ আব্দুল মতিন জানান, দুপুর আড়াইটার সময় ভূট্টা ক্ষেতে খানসামার সহজপুর গ্রামের সমছেদ আলী একই গ্রামের তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রীকে (৮)কে টাকার লোভ দেখিয়ে ফুসলিয়ে বাড়ির পাশে ভূট্টা খেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে ধর্ষক পালিয়ে যায়। পরে শিশুটিকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে আটক করেছে।