খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বঙ্গবন্ধু হল থেকে ১৩ শিবির কর্মীসহ নগরীর আট থানা এলাকায় অভিযান চালিয়ে আজ সকাল পর্যন্ত মোট ১৮ জনকে আটক করেছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মনিরা সুলতানা জানান, কুয়েটের বঙ্গবন্ধু হলে অভিযান চালিয়ে ১৩ শিবিরকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৪ শিবিরকর্মীকে আটক করা হয়। অন্যদিকে সোনাডাঙ্গা থানা এলাকা থেকে ভারতীয় এক নাগরিককে আটক করা হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার মনিরা সুলতানা।
বিডি প্রতিদিন/এ মজুমদার