পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির গাজীর ছেলে অভি গাজীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আরো তিনজন আহত হন। সোমবার রাত ৯টার দিকে কলাপাড়া পৌর-শহরের মাদরাসা রোডের কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নেওয়াজ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে আক্কাস গাজী, বাচ্চু গাজী, সুমন গাজীর নেতৃত্বে ১৫/২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী অভিসহ অন্যদের ওপর হামলা চালায়। এরপর রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যায় অভি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/ ০২ মে ২০১৭/আরাফাত