স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খাদ্যে বিষক্রিয়া'য় মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। অপরাধী যতই শক্তিশালী হোক, তাকে শাস্তির মুখোমুখি হতেই হবে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ভিসেরা পরীক্ষা করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সের 'খাদ্যে বিষক্রিয়া'য় মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে তিনি মন্তব্য করেছেন।
'খাদ্যে বিষক্রিয়া'য় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও নার্স জোবেদা খাতুন (৪৫) গত ২৫ এপ্রিল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোমবার বিকেলে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি কাজীপুর উপজেলা মিলনায়তনে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন