সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে পরেশ বিশ্বাস(৫৫) নামের এক বাংলাদেশিকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিণী বিএসএফ। পরে তাকে কলারোয়া থানায় হস্তান্তর করে বিজিবি।
মঙ্গলবার উপজেলার তলুইগাছা সীমান্তে দুই দেশের সীমান্ত পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশে এ পতাকা বৈঠক হয় বলে নিশ্চিত করেছে বিজিবি।
হস্তান্তরকৃত পরেশ বিশ্বাস হলেন যশোর জেলার অভয়নগর থানার সুন্দলী গ্রামের নরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
কলারোয়ার তলুইগাছা বিওপির হাবিলদার মো. আমিনুল ইসলাম জানান, পরেশ বিশ্বাস পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে ভারতে প্রবেশ করে টহলরত বিএসএফ এর হাতে আটক হয়। পরে বিএসএফ এর পতাকা বৈঠকের আহ্বানে সাড়া দিলে তাকে বিজিবির নিকট হস্তান্তর করা হয়। এরপর তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, তলুইগাছা বিওপির হাবিলদার মো. আমিনুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে কলারোয়া থানায় মামলা(নং-৩) দায়ের করেছেন। আটককৃত ব্যক্তিকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৭/মাহবুব