দিনাজপুরের কাহারোল উপজেলায় অভিযান চালিয়ে দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার বটতলি হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কাহারোল উপজেলার ঢিপিকুড়া গ্রামের খোকা মিয়ার ছেলে হাবিবুল্লাহ (৪০) ও গুলিয়ারা গ্রামের আব্দুল আজিজ মাস্টারের ছেলে উজিরুল ইসলাম (৩৪)।
দিনাজপুর কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী সরকার বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় দুপুরে তাদের গ্রেফতারের পর বিকেলে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/০৬ মে ২০১৭/এনায়েত করিম