এসএসসিতে বরিশাল বোর্ডে এ বছর পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। পাসের হারে ছাত্রের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
ফলাফল ঘোষণার বক্তব্যে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, গত ৫ আগস্টের শিক্ষার একটা নতুন ধারা তৈরি হয়েছে। নতুন ধারার শিক্ষার মান কি অবস্থায় রয়েছে, সেটা আমরা জানার চেষ্টা করেছি। তাই এ বছর একটু ফলাফল খারাপ হয়েছে। ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীরা খারাপ করার কারণে পাসের হার কমেছে। এর কারণ হিসেবে দায়ী করেন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার মান বাড়ানোর তাগিদ খুব কম। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশুনার মান বাড়নোর জন্য নির্দেশনা দেয়া হবে।
ঘোষিত ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী ছিলো। অংশগ্রহণ করেছে ৮২ হাজার ৯৩১ জন। এর মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন। পাস করা শিক্ষার্থীদের জিপিএ ৫ পেয়েছে ৩,১১৪ জন।
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩.১৩। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৯২০ জন। ছাত্র পাসের হার ৮০.৩৮ আর ছাত্রী ৮৫.৬২।
মানবিক বিভাগে পাসের হার ৪৩.১৪। জিপিএ ৫ পেয়েছে ১৫৯ জন। ছাত্র পাসের ৩১.৪৩ ও ছাত্রী পাসের হার ৫২.২৭।
ব্যবসায় শিক্ষায় পাসের ৫৪.৬১। জিপিএ ৫ পেয়েছে ৩৫ জন। ছাত্র পাসের হার ৪৬.৩১ ও ছাত্রী পাসের হার ৬৭.৯৪ ভাগ।
গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন