গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো: মাহফুজুর রহমান (২১)নামে এক কলেজ শিক্ষার্থী খুন হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা-ময়মনসিংহ উড়াল সড়ক টঙ্গী বাজার সেনা কল্যাণভবন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজ বরিশাল জেলা সদরের হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। সে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এর অনার্স ১ম বর্ষেও শিক্ষার্থী। নিহত মাহফুজ পড়াশুনার পাশাপাশি টঙ্গী পূর্ব থানা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। টঙ্গী আরিচপুর জামাইবাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেতন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানা যায়, কলেজের সেশন চার্জ দেওয়ার জন্য দুইদিনের ছুটি নিয়ে বরিশাল যান মাহফুজ। কাজ শেষে ঢাকায় ফেরার উদেশ্যে রওনা হন। পরে গতবুধবার রাতে বিআরটি’র উড়াল সড়কের আব্দুল্লাহপুর নেমে পায়ে হেঁটে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনের দিকে যাচ্ছিলেন। পরে তিনি সড়ক ও জনপদ অফিসের সামনে পৌঁছামাত্র একদল ছিনতাইকারী তার পথরোধ করে টাকা মোব্ইাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তার পায়ের উরুতে এরোপাতারি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে লুটে সটকে পড়ে। এসসময় গুরতর আহত মাহফুজের ডাক চিৎকারে মহাসড়কে ডিএমপির ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম