চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে শিল্প পুলিশের ১৪ সদস্য আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর বন্দর থানা এলাকায় বাইপাস টোল রোডে এই দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন, ফারুক, রফিক, হান্নান, উইনুস, বিপ্লব, হামিদ, জাকির, জাহাঙ্গীর, শফিক, ফিরোজ, হামিদুল, জাকির ও হাফিজুল। তারা রাঙামাটির বেতবুনিয়ায় বার্ষিক শ্যুটিং প্রশিক্ষণ শেষে নগরীতে ফিরছিলেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গরিলাল চাকমা জানান, রাঙামাটির বেতবুনিয়ায় বার্ষিক শ্যুটিং প্রশিক্ষণ শেষে নগরীতে ফেরার সময় বাইপাস টোল রোডে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাহনকারী গাড়িটি উল্টে যায়। এতে শিল্প পুলিশের ১৪ জন সদস্য আহত হন। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।
বিডি প্রতিদিন/ ০৬ মে ২০১৭/আরাফাত