বরিশালের গৌরনদী উপজেলা সদরে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কলেজ ছাত্র সংসদের ভিপিসহ ৫ নেতাকর্মী আহত হয়েছে। অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার দুপুরে এই সংঘর্ষের ঘটনায় উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের উদ্যোগে গত শনিবার বিকেলে কলেজ মাঠে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে মত বিরোধকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদের সমর্থকরা কলেজ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আরিফ মিয়ার সমর্থক দ্বাদশ শ্রেণির ছাত্র মো. আলী সরদারকে মারধর করে। এর জের ধরে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগ ক্রীড়া সম্পাদক আরিফ মিয়া, তার সহোদর কলেজ ছাত্রলীগ নেতা আতিক মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের ১৫/২০ জন নেতাকর্মী রবিবার দুপুর ২টার দিকে উপজেলা গেটে হামলা চালিয়ে ভিপি সুমন মাহমুদকে পিটিয়ে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে ভিপি সুমনের সমর্থকরা লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালালে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী আহত হয়েছে।
ভিপি সুমন মাহমুদ অভিযোগ করেন, গতকাল গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক বিরোধী সভা শেষে বাড়ি ফেরার পথে উপজেলা গেটে পৌর মেয়র অনুসারী আরিফ মিয়া ও তার সহোদর আতিক মিয়ার নেতৃত্বে ১৫/২০ জন লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে তার উপর হামলা চালিয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করে আরিফ মিয়া ও তার সহোদর আতিক মিয়া বলেন, হামলার ঘটনায় তাদের কোন সম্পৃক্ততা নেই।
গৌরনদী মডেল থানার ওসি মো. ফিরোজ কবির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একপক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/মাহবুব