ময়মনসিংহের ভালুকায় বাড়িওয়ালীর বাসার ছাদ ঝাড়ু দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘনাটি ঘটেছে রবিবার বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গফুর মাওলানার মাজার এলাকায়।
পুলিশ জানায়, ওই এলাকার মো. আলম মিয়ার স্ত্রী লিমা আক্তার তাদের বাসার ছাদের ময়লা পরিষ্কার করার জন্য একটি ঝাড়ু হাতে দিয়ে রিমন (৯) নামে এক শিশুকে ছাদে উঠায়। এসময় পল্লী বিদ্যুতের খোলা তারের সাথে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন একটি বাঁশের সাহায্যে ছেলেটিকে বিদ্যুতের তার থেকে ছাড়িয়ে নামিয়ে আনেন । নিহত রিমন হবিরবাড়ি ইকরা মডেল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ও স্থানীয় কাঠমিস্ত্রি জালাল উদ্দিনের পুত্র ।
নিহতের পিতা জালাল উদ্দিন বলেন, আমার ছেলেকে আলমের স্ত্রী লিমা বাসার ছাদের ময়লা পরিষ্কার করার জন্য উঠায়। পরে বিদ্যুতের তারে জড়িয়ে আমার ছেলের মৃত্যু হয়েছে। আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
অভিযুক্ত লিমা আক্তার জানান, আমি তাকে ছাদে উঠাইনি। সে একা একাই উঠেছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে এসেছি। এখনও কোন অভিযোগ পাইনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ