উখিয়ায় ইয়াবা পাচারকারী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রলীগের স্কুল সভাপতি মুজিবুর রহমান জাবু (১৬) খুন হয়েছে। এ ঘটনায় অপর তিন জনকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় উখিয়ার পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম বটতলীতে।
উখিয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত এলাকার মৃত রশিদ আহমদের ছেলে বদিউর রহমান সহ ৪/৫জনের সাথে উক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে এ খুনের ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি (তদন্ত) মো. কিসলু জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে তৎপরতা চালানো হচ্ছে।
উল্লেখ্য, মিয়ানমার সীমান্ত সংলগ্ন পালংখালী ইউনিয়নের বটতলী, আনজুমানপাড়া, রহমতের বিল, ধামনখালী ও বালুখালী পয়েন্ট দিয়ে সম্প্রতি ব্যাপক হারে ইয়াবা পাচার হচ্ছে বলে অভিযোগ আছে। ইয়াবা পাচারকে কেন্দ্র করে গত একমাসের ব্যবধানে উক্ত ইউনিয়নে একাধিক সংঘর্ষ, হামলা, মামলা ও খুনের ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ