রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয় এলাকা থেকে রবিবার রাতে ইয়াবাসহ শুকুর আলী মণ্ডল (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার মূল্য এক লাখ ৫৫ হাজার টাকা। আটককৃত শুকুর উপজেলার দক্ষিণ দৌলতদিয়া সৈয়দালপাড়ার ময়েজুদ্দিন মণ্ডলের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, রাতে দৌলতদিয়া পতিতালয় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১০ পিস ইয়াবাসহ শুকুরকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার