মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় রবিবার রাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিপুন (২৬) ও হাফিজ (৩০) নামে দু’জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিয়াজ আহম্মেদ জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের দু’দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো। রাতে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দু’জন যাত্রী ঘটনাস্থালেই মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার