জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে দুই ডাকাত আহত হয়েছেন। আজ সোমবার ভোরে পাঁচবিবি পৌর শহরের বালিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রফিক মিয়া (৩৩) ও ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামের মীর কাশেমের ছেলে মিলন হোসেন (২৫)। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বালিঘাটা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের দুই সদস্য গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়।'
পরে ঘটনাস্থলে তল্লাশি করা হলে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি বেশ কিছ দেশীয় অস্ত্র পাওয়া যায় বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/০৮ মে ২০১৭/এনায়েত করিম