সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সোমবার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর পশ্চিম পাড় সয়দাবাদ গোলচত্বর থেকে নলকা ছাড়িয়ে প্রায় ২১ কিলোমিটার এলাকা পর্যন্ত স্থবির হয়ে পড়েছে।
সয়দাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে প্রায় ১৪-১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। সোয়া ৯টা নাগাদ এ যানজট প্রায় ২১ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম জানান, সেতুর তিনটি ওজন স্কেলের মধ্যে একটি বা দু’টি বন্ধ রাখার কারণে পণ্যবাহী যানগুলোর দীর্ঘ লাইন পড়ে যায়। পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/৮ মে, ২০১৭/ফারজানা