দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ২৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চলে।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফেরদৌস বিষয়টি জানান, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল, ৮৭০ গ্রাম গাঁজা, ১৭০ পিস ইয়াবা, ১০ পিস অ্যাম্পোল ইনজেকশন ও এক গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
তিনি আরও তাদের বিরুদ্ধে পৃথক থানায় ১৬টি মামলার প্রস্ততি চলছে। এরপর তাদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/০৮ মে ২০১৭/এনায়েত করিম