রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরং ঘাট এলাকায় বাসচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত ও আরও দুই যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল খায়ের মোল্লা। এছাড়া আহতরা হলেন-মোজাম্মেল হোসেন (২৬) ও বাবুল হোসেন (৫২)। আহতদের প্রথমে বড়ইছড়ি হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/০৮ মে ২০১৭/এনায়েত করিম