নোয়াখালীর কবিরহাট উপজেলায় ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয় ঘোষবাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, উপজেলার পূর্ব লামছি গ্রামের দুধা মিয়ার ছেলে নুরুল আমিন (২৯), একই উপজেলা ও গ্রামের আবদুল হালিমের ছেলে একরাম(২৫)।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মীর্জা মো. হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ঘোষবাগ এলাকা থেকে নুুরুল আমিন ও একরাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০১ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। দুপুরে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ৮ মে ২০১৭/ ই জাহান