বরিশালের উজিরপুর উপজেলায় বাসচাপায় মনোতোষ হালদার (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে বড়াকোঠা ইউনিয়নের গরিয়া এলাকার উজিরপুর ধামুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোতোষ হালদার উপজেলার বামরাইল ইউনিয়নের মুঙ্গাকাঠি গ্রামের মৃত মনিন্দ্র হালদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মনোতোষ হালদার। এসময় বরিশাল থেকে ধামুরাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ সুরতহাল স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।
বিডি প্রতিদিন/০৮ মে ২০১৭/এনায়েত করিম