বরিশালে সহকর্মী হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে নির্মাণ শ্রমিকদের ব্যানারে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে ৩টি অটো রিক্সা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সকাল ১০টার দিকে অটোরিক্সাগুলো ভাঙচুর করা হয়।
রং মিস্ত্রী আজাদ সিকদারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সকালে মানববন্ধন করে, বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে নির্মাণ শ্রমিকরা। একই দাবিতে দিনব্যাপী কর্ম-বিরতী পালন করেন নির্মাণ শ্রমিকরা।
মানববন্ধনে অংশ নিতে যাওয়া একটি খন্ড বিক্ষোভ মিছিল সদর রোডের হোটেল গুলবাগ এলাকা অতিক্রমকালে মিছিলটি জ্যামে আটকে যায়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা টেম্পোগুলোর উপর হামলা চালায় এবং ভাঙচুর করে।
সংগঠনের জেলা সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ চালাকালে সংগঠনের বিভিন্ন শাখা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নিহত ইমারত শ্রমিক আজাদ সিকদারের বৃদ্ধা মা, দুই শিশু সন্তান সহ পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেয়।
বক্তব্য চলাকালে উত্তেজিত নির্মাণ শ্রমিকরা তপ্ত পিচঢালা সড়কে বসে পড়েন এবং অবরোধের সৃষ্টি করেন। এ সময় নগরীর প্রধান প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে হয়।
স্বজন ও সহকর্মীরা জানান, একদিন কাজে না যাওয়ায় গত ৩০ এপ্রিল নগরীর রূপাতলী ধান গবেষণা সড়কে আজাদ সিকদারকে বেদম মারধর এবং দেয়ালে মাঠা ঠুকিয়ে গুরুতর আহত করে স্থানীয় বাড়িওয়ালা মো. কবির। ৫দিন চিকিৎসাধীন থাকার পর গত ৪ মে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রং মিস্ত্রি আজাদ মারা যায়। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হলেও কেউ গ্রেফতার না হওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা এই কর্মসূচি পালন করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার