সাতক্ষীরার কলারোয়া উপজেলার তরুলিয়া গ্রামে বড় ভাই সোহাগকে পিটিয়ে হত্যা করেছে ছোট ভাই। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে আজ সোমবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটে তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত সোহাগ হোসেন (৩৪) কালারোয়া উপজেলার ১২ নং যুগিখালি ইউনিয়নের তরুলিয়া গ্রামের আব্দুল বারিক গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গত রবিবার দুপুর একটার দিকে বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটা নিয়ে তরুলিয়া গ্রামের আব্দুল বারিক গাজীর দুই ছেলে রসুল গাজী ও তার ভাই সোহাগ হোসেনের মধ্যে কথাকাটি হয়। কথাকাটির এক পর্যায়ে ছোট ভাই রসুল গাজী তার বড় ভাই সোহাগ হোসেনকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা করা হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সোমবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটে তার মৃত্যু হয়।
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া ইয়াসমিন আশা বাদি হয়ে দেবর রসুল গাজী (২৭) ও তার স্ত্রী শান্তা ওরফে রিক্তার (২২) নাম উল্লেখ করে সোমবার থানায় একটি হত্যা মামলা [নং ১৬(০৫)১৭] দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/০৮ মে ২০১৭/এনায়েত করিম