সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে চার বাংলাদেশিকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আজ সোমবার সকালে পৃথক দু’টি পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হয়।
উপজেলার মাদরা ও কাকডাঙ্গা সীমান্তে দুই দেশের সীমান্ত পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশে এ পতাকা বৈঠক হয় বলে নিশ্চিত করেছে বিজিবি।
হস্তান্তরকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার কাড়ারাই গ্রামের মৃত আমীর আলীর ছেলে আশকির আলী (৪০), একই গ্রামের আরজ আলীর ছেলে আলফত আলী (২৫), একই জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার চিকারকান্দি গ্রামের মৃত ওয়ারিদ আলীর ছেলে আব্দুল করিম (৪৫) ও ময়মনসিংহ জেলার ভালুকা থানার কাচিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে খোরশেদ আলম (৪৫)।
কলারোয়ার ৩৮/সি কোম্পানি কাকডাঙ্গা বিওপির হাবিলদার মাহবুবর রহমান ও ৩৮/ই মাদরা বিওপির হাবিলদার আশরাফ আলী উভয়ে জানান, আটক বাংলাদেশি নাগরিকরা পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে ভারতে প্রবেশ করে টহলরত বিএসএফ এর হাতে আটক হয়। পরে বিএসএফ এর আহ্বানে আজ সোমবার সকাল ১০টায় উভয় পক্ষে শান্তিপূর্ণ পতাকা বৈঠকের পর তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে তাদেরকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বিজিবির পক্ষে হাবিলদার মাহবুবর রহমান ও হাবিলদার আশরাফ আলী পৃথকভাবে বাদী হয়ে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা [নং১৪(০৫)১৭ ও ১৫(০৫)১৭] দায়ের করেছেন।
আটকদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/০৮ মে ২০১৭/এনায়েত করিম