বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এরশাদের রাজনৈতিক ভূমিকা হচ্ছে সকালে এক রকম বিকেলে আরেক রকম। তার রাজনীতিতে দৃঢ়তা ও আদর্শবোধ কিছুই নেই। এটা একটি লোক দেখানো জোট, মানুষের মাঝে বিভ্রন্তি সৃষ্টি করার জোট। তিনি তো ক্ষমতাসীনদের সাথেই আছেন। নতুন জোটটি আওয়ামী লীগেরই একটি অংশ। তিনি আরো বলেন, এটা গণতন্ত্রের জন্য মানুষের অধিকারকে যে অবলুপ্ত করা ও নির্বাচনে ভোট দেয়াকে নিরুৎসাহিত করা হচ্ছে সেগুলোকে পুনরুজ্জীবনের জন্যে বিএনপির করা আন্দোলনের সাথে এই জোটের কোন সম্পর্ক নেই। এটা হচ্ছে আওয়ামী জোটেরই একটি বি টিম।
তিনি রবিবার কুমিল্লার আদালতে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের মিয়াবাজারে বাসে পেট্রল বোমা হামলায় ৮ জন নিহতের ঘটনায় করা দুটি মামলায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদসহ অন্যান্য আসামিরা হাজির হন। সিনিয়র জেলা ও দায়রা জজ দেওয়ান মুহাম্মদ সফিউল্লাহ মামলাটির শুনানির জন্য পারবর্তী দিন ধার্য্য করেন।
উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চ বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার ৭৮ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা আসামিদের জামিন বহাল রয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন