সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার উচ্চ আদালতের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন। সোমবার বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের দ্বৈত বেঞ্চে ইকবালের দায়েরকৃত রিট আবেদনের শুনানি শেষে মন্ত্রণালয়ের দেওয়া বরখাস্তের আদেশ তিনমাসের জন্য স্থগিত করা হয়।
এ আদেশের ফলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে ইকবালের কোন আইনী জটিলতা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী দিদার আলম কল্লোল।
প্রসঙ্গত, সরকার বিরোধী প্রচারণা, দলীয় ও ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, নাশকতামূলক কাজে নির্দেশনা প্রদানের অভিযোগে গত ২৫ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ