বরিশালে পাচারকালে সরকারী ৩৯৫ বস্তা (২০টন) চাল বোঝাই একটি ট্রাক জব্দ করেছে র্যাব।
সোমবার দুপুরে নগরীর বান্দ রোড ভাটারখাল এলাকায় সদর উপজেলার খাদ্য গুদাম থেকে চাল জব্দ করার সময় সদর উপজেলা সহকারী খাদ্য পরিদর্শক সহ ৫ জনকে আটক করে র্যাব-৮।
অপরদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো মশিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব ক্যার্যালয়ে নেয়া হয়েছে। ঘটনার সময় কৌশলে পালিয়েছে সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (উত্তর) আব্দুল্লাহ আল মামুন।
আটককৃতরা হলো- সহকারী খাদ্য পরিদর্শক আব্দুর রহিম, নিরাপত্তা প্রহরী আরিফুল ইসলাম, করিম খান, শাহাবুদ্দিন সিকদার ও এমএলএস মো. রাসেল।
র্যাব-৮ উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, নগরীর বান্দ রোডে সদর উপজেলা খাদ্য গুদাম থেকে সরকারী ২০ টন চাল খুলনার ফুলতলার উদ্দেশ্যে পাচার হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে প্রতিটি ৫০ কেজি ওজনের ৩৯৫ বস্তা চাল বোঝাই একটি ট্রাক (যশোর ট-১১-২৯৭৬) সহ ৫জনকে আটক করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় খাদ্য কর্মকর্তা সহ ৫ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য র্যাবের ক্যাম্পে নেয়া হয় খাদ্য নিয়ন্ত্রক মো. মশিউর রহমানকে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি।
আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাকে বলেছেন, এই চাল সরকারী বাহিনীর রেশন দেয়ার জন্য ডেলিভারী দেয়া হচ্ছে। বিষয়টি সঠিক কিনা তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখা হচ্ছে। তবে অবৈধ হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।