বরিশালে চার দফা দাবি আদায়ে অর্ধবেলা অবস্থান ধর্মঘট পালন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস্ এসোসিয়েশন। আজ সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে তারা এই কর্মসূচি পালন করেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব সিকদারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের বরিশাল জেলা আহ্বায়ক আকাশ, যুগ্ম আহ্বায়ক রায়হান ও রাকিবসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, ইন্টার্ন ভাতা, মোডিকেল শিক্ষা বোর্ড গঠন এবং কর্মসংস্থান সৃষ্টির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা আন্দোলন করছেন। অবিলম্বে এসব দাবি মেনে নেয়া না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার