‘রেড ক্রস রেড ক্রিসেন্ট সর্বত্র সবার জন্য’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে পালিত হয়েছে “রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। এ উপলক্ষ্যে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা পরিষদ কার্যালয় চত্ত্বর থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরিশাল ইউনিটের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কীর্তনখোলা নদীর তীরবর্তী ডিসি ঘাট রোড রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয় চত্ত্বারে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম, মুক্তিযোক্তা এমজি কবির ভুলুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। র্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার