প্রধানমন্ত্রীর সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা হয়েছে- এমন বরাত দিয়ে দ্রুততম সময়ের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি.ইমাম। আজ সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সাহিত্যের উপর ভর করলে রবীন্দ্রনাথকে কোন ভাবেই বাদ দেয়া যায় না। তার সুর-ছন্দ-কাব্য ও সাহিত্যের মধ্যদিয়ে বিশ্ববাসীর জন্য রেখে গেছেন একগুচ্ছ শুভ কামনা। তার লেখনীর মাধ্যমে বাঙ্গালীর চেতনা জগতকে অনুপ্রাণিত করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ আধুনিক বাংলা ভাষার স্রষ্টা ও বাংলা সাহিত্যের অলিখিত জনক। তার শুভ চেতনা বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
এইচ টি ইমাম বলেন, দেশবিরোধী অপশক্তি আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের পাঁয়তারা করছে। সুস্থ্য সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই সেই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নূর মোহাম্মাদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাসিবুর রহমান স্বপন এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগের কেন্দ্রী য় সদস্য অধ্যাপিকা মেরিনা জাহান কবিতা ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান প্রমুখ। জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই শাহজাদপুরে কাছারিবাড়ী শতশত রবীন্দ্রভক্ত ও স্কুল ছাত্র-ছাত্রীরা ভীড় জমাতে শুরু করেন। কাছারী বাড়ীটি কবি-সাহিত্যিকদের যেন মিলন মেলায় পরিণত হয়। বিকেলে কাছারী বাড়ীতে বিপুল পরিমাণ ভক্ত ও দর্শকদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে কাছারী বাড়ী। বিকেল থেকে রাত পর্যন্ত রবীন্দ্র সঙ্গীত-নৃত্য ও নাটক পরিবেশ হয়। অনুষ্ঠানে জেলার রবীন্দ্র শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। এছাড়াও শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাতদিনব্যাপী গ্রামীন ঐতিহ্য মেলার আয়োজন করা হয়েছে। এদিকে, দ্রুত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থাপনের দাবিতে সকালে কাছারীবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অন্যদিকে, জন্ম দিবস উপলক্ষে শাহজাদপুর পৌরসভায় প্রবেশ গেটে রবীন্দ্রনাথের ভাস্কর্যটি রং-সজ্জা না করায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভাস্কর্য এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় বক্তারা স্থানীয় প্রশাসনের অবহেলাকে দায়ি করেন। অবিলম্বে ভাস্কর্যটি রং এবং এর মাথার মধ্য দিয়ে গজানো বটগাছটি অপরসারণ করা না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বিষয়ে সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন বাংলাদেশ প্রতিদিনকে জানান, আগামী তিনমাসের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে। শাহজাদপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার