মেহেরপুরে পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান রিটন ১১ হাজার ৭১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র মনোনিত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস পেয়েছেন ৮ হাজার ৪১৭ ভোট।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে মেহেরপুরে স্থগিত দু'টি কেন্দ্রে সাংবাদিকদের কাছে ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি।
এসময় বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস বলেন, গত ২৫ তারিখে ব্যালট পেপার ছিনতাই করে সিল মারা হয়েছে। এ ঘটনায় এখনও ব্যালট পেপার উদ্ধারের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি কোন মামলাও হয়নি। তারপরও আমরা রাজনৈতিক কারণে এই ভোটে ছিলাম। কিন্তু আজ সোমবার ভোটাররা যখন বুথে ভোট দিতে যান তখন সরকারি দলের প্রার্থীরা তাদের পিছনে পিছনে গোপন বুথে গিয়ে নৌকা মার্কায় সিল মেরে নেয়।
জাহাঙ্গীর বিশ্বাস বলেন, আমরা মনে করেছিলাম স্থগিত কেন্দ্রে সুষ্টভাবে ভোটগ্রহণ হবে। কিন্তু আমরা আজ দেখলাম অতিতে যেভাবে নীল নকশার নির্বাচন হয়েছিল আজও তার পুনরাবৃত্তি হয়েছে। কেন্দ্রের ভিতরে বহিরাগত ক্যাডাররা ঢুকে পরিবেশ নষ্ট করেছে। কিন্তু পুলিশ, প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশনার কাউকে অভিযোগ দিয়ে কোন ফল মিলছে না। ফলে আমরা ভোট বর্জন করলাম।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন ১৫টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্র দু'টিতে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ভোট স্থগিত করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ