তালাক দেওয়ার পর সেই স্ত্রীর অাপত্তিকর ভিডিও ফেসবুকে পোস্ট করায় স্বামী গোলাম রব্বানী (২৫) কে আটক করেছে পুলিশ। সোমবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ড থেকে ভ্যানচালক গোলাম রব্বানীকে আটক করা হয়। সে স্থানীয় লক্ষ্মীকোলা উদয় সাগরপাড়া গ্রামের বেলাল ফকির ছেলে।
পুলিশ জানায়, তিন বছর আগে সামাজিকভাবে গোলাম রব্বানীর সঙ্গে রায়নগর ইউনিয়নের দহপাড়া গ্রামের আশাদুল সরদারের মেয়ে রাশেদা বেগমের (২০) বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। অভাবের সংসারে মাঝে-মধ্যেই স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ হতো গোলাম রব্বানীর। কারণে-অকারণে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। দেড় বছর আগে রাশেদাকে তালাক প্রদান করেন তিনি। তালাক প্রদানের কিছু দিন পর স্ত্রীর অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। বিষয়টি জানার পর রাশেদা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাকে মোকামতলা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে।
বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ