নারায়নগঞ্জের রূপগঞ্জে অস্ত্র মামলার পলাতক আসামি গোলাম কিবরীয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেতারকৃত গোলাম কিবরীয়া উপজেলার দড়িকান্দি এলাকার শাহ আলমের ছেলে।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গোলাম কিবরীয়া একজন অস্ত্র মামলার পলাতক আসামি। গত ৪ মাস পুর্বে দড়িকান্দি এলাকার একটি সালিশি বৈঠকে প্রকাশ্যে পিস্তল উচিয়ে ত্রাসের সৃষ্টি করলে স্থানীয় জনগণ গোলাম কিবরিয়াকে আটক করার চেষ্টা করে। এ সময় তিনি কৌশলে পালিয়ে যায়। তবে তার ব্যবহৃত পিস্তলটি জনগন উদ্ধার করে থানা পুলিশে জমা দেয়। ওই ঘটনায় এবং অবৈধ অস্ত্র রাখার দায়ে গোলাম কিবরীয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার বাদী ছিলেন, রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। এরপর থেকেই গোলাম কিবরীয়া পলাতক ছিলেন। বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে মুড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার