গোপালগঞ্জে বাসের ছাদ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ডে রুপসী পরিবহনের একটি লোকাল বাসের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, বিকেলে খুলনার রুপসা বাসস্ট্যান্ড থেকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় একটি লোকালবাস ছেড়ে আসে। বাসটি থামার পর স্থানীয় লোকজন বাসের ছাদে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ