মানিকগঞ্জ থেকে অপহরণের দুইদিন পর স্কুলছাত্র শেখ বাঁধন (৮) কে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জের ডিবি পুলিশ ও তাড়াশ থানা পুলিশ যৌথ প্রচেষ্টায় অপহৃত বাধনকে উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রাম থেকে উদ্ধার করে। এসময় অপহরণকারী চক্রের মূলহোতা মোয়াজ্জেম হোসেনকে আটক করে পুলিশ।
তাড়াশ থানার ওসি মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে বাঁধনকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ইজ্জাযাত্রাপুর গ্রামের শেখ আসলামের বাড়িতে ভুয়া ঠিকানায় তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রামের সাবেক ইউপি সদস্য আকবর আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন কৃষি শ্রমিকের কাজ করতেন। গত বৃহস্পতিবার সকালে শেখ আসলামের একমাত্র শিশু ছেলে বাঁধনকে অপহরণকারী মোয়াজ্জেম হোসেন বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে যায়। পরে একটি মোবাইলে ফোনে বাঁধনের বাবা ও বোনের কাছে কয়েক দফায় মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে। অপহরণকারী চক্রের মূলহোতা মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ