সিরাজগঞ্জের বেলকুচিতে পানিতে ডুবে ইমতিয়াজ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর এলাকার শেরনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইমতিয়াজ শেরনগর গ্রামের ইমরুল সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইমতিয়াজ বাড়ির কাছে একটি ডোবার পাশে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে ইমতিয়াজ ডোবার মধ্যে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৮ মে ২০১৭/হিমেল