ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোস্তাফিজুর রহমান (৩৫) নামের এক কাদিয়ানী মসজিদের ইমামকে কুপিয়েছে সশস্ত্র তিন সন্ত্রাসী। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর মধ্যপাড়া গ্রামের কাদিয়ানী মসজিদে এ ঘটনা ঘটে।
আহত ইমাম ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি দিনাজপুরের কাহালু উপজেলার দোহান্দা গ্রামে। তিনি এই মসজিদে গত দুই বছর যাবত ইমামতি করছিলেন।
এদিকে হামলার খবর পেয়ে স্থানীয়রা ধাওয়া করে আহাদ নামে এক সন্ত্রাসীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এসময় অপর ২ সন্ত্রাসী পালিয়ে যায়। আটককৃত আহাদকেও মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাদিয়ানি বিদ্বেষীরা এ হামলা চালিয়েছে। আটককৃত আহাদের অবস্থার উন্নতি হলে পুরো বিষয়টা জানা যাবে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, খানপুর কাদিয়ানী মসজিদে এশার নামাজের পর তিন যুবক মসজিদে প্রবেশ করে ইমাম মোস্তাফিজুর রহমানকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় ওই ইমামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করে। এদিকে ঘটনার সাথে সাথে স্থানীয় বাসিন্দারা ওই তিন সন্ত্রাসীকে ধাওয়া করে আহাদ নামে একজনকে আটক করে গণপিটুনি দেয়। এসময় অপর দুই সন্ত্রাসী পালিয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ পুলিশ আহাদকে উদ্ধার করে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হামলাকারী আহাদ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৭/হিমেল