এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নয়াকান্দি গ্রামে জান্নাতুল ফেরদৌসী (১৬) নামে এক পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
জান্নাতুল ফেরদৌসী উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে। সে দেবিদ্বার উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৭/হিমেল