দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকাণ্ডে মালামালসহ ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৬ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকের দাবি।
মঙ্গলবার দিবাগত মধ্য রাত সাড়ে ৩টার দিকে বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজার নামক স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মোঃ রসিদুল ইসলাম জানান, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজারের এনামুল হক তার হোটেলে চুলায় রাতে খড়ি শুকাতে দিয়ে বাড়ি চলে যায়। এতে রাত সাড়ে ৩টায় খড়িতে আগুন ধরে যায়। আগুনে হোটেল পুড়ে যাওয়ার পর ছড়িয়ে পড়ে পাশের এমাজ আলীর পান দোকান এবং আনোয়ার হোসেনের বীজের দোকানে। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিভানোর চেষ্টা চালায়। পরে সংবাদ পেয়ে ঠাকুরগাঁও জেলা সদর হতে অগ্নিনির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জুয়েলুর রহমান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/১০ মে ২০১৭/হিমেল