হঠাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় একটি ব্রিজের স্লাব ভেঙে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তার দু’পাশে আটকা পড়েছে শত শত যানবাহন। ফলে ভোগান্তিতে রয়েছেন ঢাকা ছাড়া মানুষ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় একটি ব্রিজের স্লাব ভেঙে পড়লে মহাসড়কের এক লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা থেকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত স্লাবটির সংস্কার চলছে।
বিডি প্রতিদিন/১০ মে ২০১৭/হিমেল