অতিরিক্ত রড বোঝাই ট্রাকের চাপে বালার বাজার নদীর উপর নির্মিত বেইলী ব্রিজ ভেঙ্গে মংলা- চট্টগ্রাম মহাসড়ক ও শরীয়তপুর মাদারীপুর সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। ফলে রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকে পরেছে। এতে পণ্যবাহী ট্রাক ও বাসযাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এছাড়া অনেকে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা ও ট্রলারে নদী পার হচ্ছেন।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রায় ৩৫-৪০ টন রড বহণকারী একটি ট্রাক বালার বাজার বেইলী ব্রিজের উপর উঠার সাথে সাথে ব্রিজের মাঝখানের স্পাম ও ভীম ভেঙ্গে গিয়ে ট্রাকসহ ব্রিজটি ভেঙ্গে পরে। ফলে চাদপুর শরীয়তপুর হয়ে সিলেট চট্টগ্রাম থেকে খুলনা ও বরিশালগামী সকল যাবনাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
শরীয়তপুর সড়ক বিভাগ জানিয়েছে, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। তারপরেও মানুষ অতিরিক্ত পন্যবাহী ট্রাক নিয়ে চলাচল করার ফলে মাঝে মাঝেই ব্রীজ ভেঙ্গে যাচ্ছে। তবে কবে নাগাত ব্রিজটি মেরামত করার হবে তা জানাতে পারেননি সড়ক বিভাগের এক প্রকৌশলী।
বিডি প্রতিদিন/১০ মে ২০১৭/হিমেল