২০ বছর ধরে একই ঘরে শিকলে বাঁধা জীবন থেকে মুক্তি চায় কালকিনি পৌর এলাকার চরলক্ষী গ্রামের আঃ রশিদ কুট্টি বেপারীর ছেলে রিপন বেপারী। অপরের ক্ষতি করতে পারে এমন অযুহাতে দীর্ঘদিন শিকলে বেঁধে আটকে রেখেছে তার পরিবার। কিন্তু এখন সে মুক্তি চায়, চায় সুন্দর স্বাভাবিক জীবন।
শিকলে বাঁধা থাকা অবস্থায় রিপন স্থানীয় সাংবাদিকদের বলেন ‘তার একটি সুন্দর সংসার ছিল, যেখানে ছেলে মেহেদী হাসান ও স্ত্রী সালেহা বেগমকে নিয়ে চলছিল তার জীবন। কিন্তু ৯ বছর বয়সে ছেলে একটি দূরারোগ্য রোগে মারা যায় আর স্ত্রী তার কয়েক বছর পরে অন্য পুরুষের সাথে বিয়ে করে তাকে ছেড়ে চলে যায়। এতে সে কিছুটা মানষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে তার পিতা তাকে একটি ঘরে শিকল বেঁধে বন্দী করে রাখে। সেই থেকে শিকলে বাঁধা বন্দী অবস্থায় চলে যায় তার জীবনের মূল্যবান ২০টি বছর। এমন জীবন থেকে সে এখন মুক্তিচায়, চায় সুন্দর স্বাভাবিক জীবন।
এব্যাপারে বন্দী রিপন বেপারীর পিতা আঃ রশিদ কুট্টি বেপারী বলেন ‘ স্ত্রী সন্তান হারিয়ে রিপন পাগল হয়ে গেলে যাতে অপরের কোন ক্ষতি সাধন করতে না পারে এজন্য শিকলে বেঁধে একটি ঘরে বন্দী করে রেখেছি।’
বিডি প্রতিদিন/১০ মে ২০১৭/হিমেল