কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি গ্রামে মাদক উদ্ধার অভিযানে র্যাব-পুলিশের উপর হামলা মামলার ৫ আসামিকে আটক করেছে পুলিশ।
বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হচ্ছে- বাবুর্চির (আদর্শগ্রাম) হাবিবুর রহমানের পুত্র ইয়াছিন(২৬), মমতাজ মিয়ার ছেলে রুবেল(২৬), জুয়েল(৩৬), সিরাজ মিয়ার ছেলে বেলাল উদ্দিন(৩৭) ও মৃত মতু মিয়ার ছেলে কামাল মিয়া(৩২)।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন জানান, গত বছরের ৫ ফেব্রুয়ারি রাতে র্যাব ও পুলিশের পৃথক টিম বাবুর্চি গ্রামে মাদক উদ্ধারের জন্য গেলে চোরাকারবারিরা একত্রিত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে থানার এএসআই হাসানসহ কয়েকজন আহত হন। ওই ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আটককৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাদেরকে বাড়ি থেকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন