বগুড়ার শেরপুর উপজেলার বড়ইতলি গ্রামে বাঙালি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বাঙালি নদীর নলডাঙা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।
মৃতরা হলো বড়ইতলী উত্তরপাড়া গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে ফারজানা খাতুন (৭) ও একই গ্রামের আব্দুল আলিমের মেয়ে মিষ্টি খাতুন (৮)।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ফারজানা ও মিষ্টি তাদের মায়ের সাথে নদীতে গোসল করতে যায়। এরই মধ্যে মায়েদের কাপড় কাচা শেষ হলে নদী থেকে একটু দূরে রোদে শুকাতে যান তারা। কিন্তু ফিরে এসে ফারজানা ও মিষ্টিকে দেখতে না পেয়ে চিৎকার করেন। এ সময় স্থানীয়রা এসে নিখোঁজ দুই কন্যা শিশুকে খোঁজ করতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে বড়ইতলী থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে বাঙালি নদীর নলডাঙা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেন।
বগুড়ার শেরপুর থানার ওসি তদন্ত বুলবুল আহম্মেদ জানান, ২ শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছেন এবং ঘটনাস্থল পুলিশ সদস্যরা পরিদর্শন করেছেন।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/মাহবুব